নিয়ম-কানুন ও শর্তাবলী

১. ভর্তি ফরম পূরণের আগেই কাঙ্ক্ষিত শ্রেণি / কোর্স সম্পর্কে জেনে নিন।

২. ভর্তি ফরমের লাল তারকা * চিহ্নিত ঘরগুলো অবশ্য পূরণীয়।

৩. প্রদত্ত তথ্য যাচাই করে ভুল বা অসম্পূর্ণ তথ্যযুক্ত ফরম বাতিল করা হয়।

৪. ভর্তি ফরমে Login -এ প্রদত্ত  ID ও Password মনে রাখুন বা গোপন কোথাও লিখে রাখুন। কারণ, আপনার Profile-এ Login করতে সবসময়ই এগুলো প্রয়োজন হবে।

৫. স্কুল নির্ধারিত টাই/স্কার্ফ, জামা/ফ্রোক, প্যান্ট/পাজামা ও নির্ধারিত জুতা পরে নিয়মিত স্কুলে আসা বাধ্যতামূলক।

৬. স্কুল আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করাও বাধ্যতামূলক।

৭. প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে চলতি মাসের সমুদয় পাওনা অগ্রিম পরিশোধ করতে হয়।

৮. কারণ যা-ই হোক না কেন, পরীক্ষায় অংশগ্রহণ না-করলেও পরীক্ষার ফি প্রদান বাধ্যতামূলক। স্কুলে অনুপস্থিত থেকে ও পরীক্ষা না-দিয়ে লেখাপড়ায় পিছিয়ে পড়াকে স্কুল কর্তৃপক্ষ সর্বদা নিরুৎসাহিত করে থাকে। 

৯. সমুদয় মাসিক পাওনা একত্রে সর্বোচ্চ ২ মাস বকেয়া থাকলে আপনার Profile স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বকেয়া পরিশোধ করে পরবর্তী ১ মাসের মধ্যে বন্ধ Profile চালু না-করলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। ভর্তি বাতিল হয়ে গেলে পুনরায় ভর্তি ফি ও সেশন ফি প্রদান করে আপনার Profile চালু করা যাবে। 

১০. বন্ধ Profile চালু করতে শর্ত পূরণ সাপেক্ষে আমাদের Help Centre - এর Help Line Number - এ যোগাযোগ করা যাবে।